Logo Design by androidfirmwarefull.blogspot.comLogo Design by androidfirmwarefull.blogspot.com/Online এর মাধ্যমে যেকোন Mobile এর Flash এর কাজ করে দেয়া হয় এবং কাজ শিক্ষানো হয় ।People can also visit your Page at fb.me/Protivatelecom and send your Page messages at m.me/Protivatelecom.
আমাদের প্রতিটি ফাইল test করা । আমরা প্রথমে ফাইল গুলি ব্যাবহার করে দেখি তার পর Upload করি । কোন ফাইল আপনার ফোনে কাজ না করলে আমাদের জানাবেন ।ধন্যবাদ আমাদের সাইট ব্যাবহার করার জন্য । যে কোন প্রয়োজনে আমাদের কল করতে পারেন । আপনার নিজের নামে Blog বানাতে কল {01719489022} internet এর মাধ্যমে যেকোন Mobile এর Flash এর কাজ করে দেয়া হয় এবং কাজ শিক্ষানো হয় ।

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

zzএকজন মানুষের কখন,কোথায়,কার সাথে বিয়ে হবে, এটা কি পূর্ব নির্ধারিত?


একজন মানুষের কখন,কোথায়,কার সাথে বিয়ে হবে, এটা কি পূর্ব নির্ধারিত?
---------------------------------------------------------
প্রশ্ন

একজন মানুষের কখন,কোথায়,কার সাতে বিয়ে হবে, এটা কি পুর্ব নির্ধারিত?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন,

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا [٧٨:٨

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, {সূরা নাবা-৮}

সুতরাং বুঝা গেল জীবনসঙ্গী কে হবে? তা আল্লাহ তাআলা জানেন। কিন্তু বান্দা জানে না। তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে ভাল পাত্রি/পাত্র দেখে বিবাহ করতে। এটি তাকদীরের বিষয়। এ বিষয়ে আলোচনা করতে রাসূল সাঃ নিষেধ করেছেন।

حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ عَلَى عَائِشَةَ، فَذَكَرَ لَهَا شَيْئًا مِنَ الْقَدَرِ، فَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَكَلَّمَ فِي شَيْءٍ مِنَ الْقَدَرِ سُئِلَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ لَمْ يَتَكَلَّمْ فِيهِ لَمْ يُسْأَلْ عَنْهُ»

হযরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবী মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হযরত আয়শা রাঃ এর নিকট গেলেন। তখন তিনি তাকদীর বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করেন, তখন হযরত আয়শা রাঃ বলেন, আমি রাসুল সাঃ কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি তাকদীর বিষয়ে কথা বলে, কিয়ামতের ময়দানে এ কারণে সে জিজ্ঞাসিত হবে। আর যে এ বিষয়ে আলোচনা না করবে, তাকে জিজ্ঞাসা করা হবে না। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৪}

والقدر سر من أسرار الله تعالى، لم يطلع عليه ملكا مقربا ولا نبيا مرسلا، ولا يجوز الخوض فيه، والبحث عنه بطريق العقل، (مرقاة المفاتيح، كتاب الإيمان، باب الإيمان بالقدر-1/256

والله اعلم بالصواب

উত্তর লিখনে
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
http://ahlehaqmedia.com/3385

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

https://www.facebook.com/messages/t/100008406966997

Symphony L25 Flash File SPD 6531CR136-MB-V1.2 Network 100% Tested

Symphony L25 Flash File SPD 6531 R136-MB-V1.2 Network 100% Tested Symphony L25 Flash File SPD  6531CR136-MB-V1.2 Network 100% Te...

লেবেল