তিনি গতকাল (২৬ মার্চ) সিলেটের হোটেল হিল টাউন কনফারেন্স হলে ‘স্বাধীনতার মর্ম ও খেলাফতের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি যুব মজলসের কর্মিদের লক্ষ্য করে আরো বলেন, হাফেজ্জী হুজুরের চরিত্রের উপর কালেমা লেপন করার যে অপচেষ্টা চালানো হচ্ছে তা প্রতিহত করার জন্য প্রয়োজনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিদ্রহের আন্দোলন করতে হবে।
মাওলানা মামুনুল হক বলেন, এদেশের। ইতিহাস, ঐতিহ্য, তাওহীদ এবং একত্বাবদের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য প্রয়োজনে আবার নতুন মুক্তিযুদ্ধ করে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবি থেমিসের মুর্তি অপসারণ করা হবে।
তথ্য সূত্র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
https://www.facebook.com/messages/t/100008406966997